Thursday, March 23, 2017

ভালো ক্যামেরা নাকি ভালো লেন্স????

আমরা সবাই জানতাম, একটি ভালো কোয়ালিটির ছবির জন্য প্রয়োজন একটি ভালো মানের ক্যামেরা। এই ধারনা বহু বছর আগে পরিবর্তন হয়ে গেছে। এখন সবাই জানে, একটি ভালো কোয়ালিটির ছবির জন্য প্রয়োজন একটি ভালো মানের ক্যামেরা ও তার সাথে একটি ভালো মানের লেন্স। কিন্তু কোনটি বেশী গুরুত্বপূর্ণ? ভালো ক্যামেরা নাকি ভালো লেন্স? আনেকেই হয়তো বলে থাকবেন অবশ্যই ভালো মানের ক্যামেরা। আর ভালো মানের ক্যামেরার সাথে তো একটা কিট লেন্স দিয়ে দেয়। ওইটা দিয়ে তো খুব ভালো ছবি তোলা যায়। কিট লেন্সের সাথে খুব সুন্দর একটা UV Filter ফ্রি দিয়ে দেয়। আর সব লেন্সের ছবির কোয়ালিটি তো প্রায় কাছাকাছি। খালি চোখে ধরা যায় না। তার চাইতে বেশী দাম দিয়ে ক্যামেরা কিনলে বেশী megapixel এর সাথে আরো কত কিছু থাকবে। গত ৬ মাস আগে আমারো এই ধারণা ছিল। শুধু নতুনদের দোষ দিব না, আমি অনেক সিনিয়র ফটোগ্রাফার দেখেছি যারা এই দৌড়ে নতুনদের চাইতে খুব বেশী পিছিয়ে নাই।
একটা কথা বলে রাখা ভালো, কিট লেন্সের সাথে যে UV Filter ফ্রি দেওয়া হয় ওইটা নকল। ওইটা আসলে Safety filter. আপনার লেন্সে যাতে ময়লা না পরে তাই এটা দেওয়া হয়। এটার মূল্য মাত্র ১০০ টাকা। মনে রাখবেন এই নকল filter আপনার ছবির কোয়ালিটি একটু হলেো কমিয়ে দিবে। আমি এটা ব্যবহার করিনা কখনো। সাইজ আর কোয়ালিটির উপড় নির্ভর করে একটা অরিজিনাল UV filter এর মূল্য ৭০০-৩,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
শুনতে কষ্ট লাগলেও সত্যি কথা হচ্ছে, একটা ভালো মানের ছবির পিছনে ক্যামেরার অবদান খুব কম। যারা অনেক দাম দিয়ে ক্যামেরা কিনেছেন আর সাথে ব্যবহার করেন শুধু একটা কিট লেন্স, তাদের জন্য দু্ঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছু করার নাই। ক্যামেরার কাজ হচ্ছে অটোমেটিক্যালি অথবা আপনার করা settings অনুযায়ী exposure (Shutter, aperture, ISO, White balance, metering) এর মাধ্যমে ছবিটা sensor থেকে memory card এ Transfer করা। আর বর্তমান কালের সব ক্যামেরায় এইসব থাকে। তাহলে ভালো ছবির জন্য একটা ক্যামেরার সাথে আর একটার পার্থক্য কোথায়? অনেক পার্থক্য আছে। যেমন : Body type, Technology, Sensor type (1x, 1.3x, 1.6x), Processor type, In camera processing feature, ISO range, Noise reduction system etc……) এত পার্থক্য দেখে যে কেউ বলবে এগুলোই তো অনেক কিছু ভালো ছবি তোলার জন্য। ধারণটা অনেকাংশে ভুল। এক ক্যামেরা থেকে অন্য ক্যামেরার মধ্যে মূল পার্থক্য হচ্ছে Color reproduction system। এই Color reproduction এর কাজ করে মূলত Processor। Sensor তাকে এ কাজে সাহায্য করে। একটা ছবি যখন লেন্সের মাধ্যমে ক্যামেরায় আসে তখন তা Sensor এ এসে পরে। Sensor তা RAW আকারে ধারণ করে Processor এ পাঠায়। Processor তখন Metering আর White balance অনুযায়ী তা গ্রহণ করে। তারপর ছবিটাকে লক্ষ লক্ষ Pixel এ ভাগ করে তার color rearrange/reproduction করে। সম্পূর্ণ ছবিটা color দিয়ে এডিট করা হয় এই সময়। সব কাজ শেষ হলে processor তা Memory card এ Transfer করে। তারপর আমরা ছবিটা মেমরি থেকে দেখতে পারি, কপি/ডিলিট করতে পারি। Processing এত তাড়াতাড়ি হয় যে তার মিলিসেকেন্ডের মধ্যে মেমরিতে চলে আসে। এই হচ্ছে সহজ ভাষায় বর্তমান DSLR ক্যামেরার কার্যপ্রণালী। এজন্য Canon ক্যামেরার color অন্য যেকোন ক্যামেরা কোম্পানী থেকে ভালো। এখন পর্যন্ত Canon এর Processor কে পৃথিবীর সবচাইতে Advance processor বলা হয়। Canon বর্তমানে সব ক্যামেরায় DIGIC IV processor ব্যবহার করে থাকে।
একবার ভেবে দেখুন তো, যখন চোখে ছানি পরে তখন কেন সব ঝাপসা দেখা যায়? কারণ চোখ ঝাপসা বলে আপনি যা দেখছেন তা আপনার মস্তিস্কে ঝাপসা ভাবে উপস্থাপন হচ্ছে। ক্যামেরাকে মস্তিস্ক আর লেন্সকে মানব চোখের সাথে তুলনা করুন। লেন্স দিয়ে যদি ছবি পরিষ্কারভাবে এবং বাস্তবের মত হবহু প্রবেশ করতে না পারে তাহলে আপনার ক্যামেরা যত দামী হোক তা ছবিটাকে কখনো পরিষ্কার করে save করতে পারবে না। কিন্তু যদি আপনার ক্যামেরা বাজারের সব চাইতে কম দামী হয় যা color rearrange/reproduction খুব দূর্বলভাবে করে save করছে তখন আপনি কি করবেন। Editing software আপনাকে অনেক স্বধীনতা দিয়ে এইসব Limitation দূর করেছে। আপনি খুব সহজে ছবিটা Edit করে কালার ঠিক করে ফেলতে পারবেন। কিন্তু দূর্বল সস্তা লেন্সের কারনে যদি ছবিটা unsharp এবং ভুলভাবে ক্যামেরায় প্রবেশ করে তখন আপনি তা আর ঠিক করতে পারবেন না। পারলেও তা খুব সিমীত আকারে। তাহলে কি ভালো ক্যামেরার দরকার নাই? অবশ্যই আছে। ভালো ক্যামেরা আপনাকে ভালো কাজের জন্য সাপোর্ট দিবে। কিন্তু লেন্সের প্রাধান্য বেশী।
কিট লেন্স হচ্ছে খুব Lower grade এর লেন্স। এগুলো থেকে কখনো প্রফেসনাল কোয়ালিটি আশা করবেন না। আর কখনো Focal length বেশী দেখে আর কিছু চিন্তা না করে লেন্স কিনবেন না। সবচাইতে বুদ্ধিমানের কাজ হচ্ছে একটা Wide, একটা Tele, আর একটা Prime lens রাখা। ভালো সাপোর্ট চাইলে 18-200mm এই টাইপ লেন্স কিনবেন না। বাজেট খুব বেশী থাকলে Nikon ব্যবহারকারীরা G series আর Canon ব্যবহারকারীরা L series লেন্স কিনতে পারেন। মেটাল বডির লেন্সগুলোর Sharpness খুব ভালো হয়। Canon এর চাইতে Nikon লেন্সের Sharpness বেশী।
এই Post থেকে আমি শুধু একটা জিনিস বুঝানোর চেষ্টা করেছি, দামী ক্যামেরা না কিনে দামী লেন্স কিনার চেষ্টা করুন। অনেক ভালো ফল পাবেন।
এই পোষ্ট আমি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা আর পড়াশোনা থেকে লিখেছি। ইন্টারনেটের সাহায্য নিইনি। তাই কোন ভুল থাকলে অথবা কেউ দ্বিমত পোষণ করলে আমি দুখিত।

Thursday, March 2, 2017

ফটোগ্রাফি কারো কাছে পেশা আবার কারো কাছে নেশা।

ফটোগ্রাফি কারো কাছে পেশা আবার কারো কাছে নেশা। যদি আপনার সাথে সবসময় একটা ডি এস এল আর অথবা একটা মোবাইলে ক্যামেরা থাকে এবং আপনার সৃজনশীল মন মানসিকতা থাকে ক্লিক করে রাখুন আপনার স্মৃতি। বর্তমানে ফটোগ্রাফি মানেই মোবাইল ফোন। ছবি তুলতে মোবাইল ফোন অনন্য এক ডিভাইসের নাম। আর স্মার্টফোন সঙ্গে থাকলে ছবি তোলার জন্য এখন আলাদা করে ক্যামেরা প্রয়োজন পড়ে না। কিন্তু ভ্রমনে যাবেন আর সাথে ক্যামেরা থাকবেনা তা কি হয়। ভ্রমনের প্রিয় মুহুর্ত ও সুন্দর সুন্দর স্থানগুলোর দৃশ্য ক্যামেরা বন্দি না করলে একেবারেই বেমানান দেখায়। তাই ভ্রমনে বের হলে ছবি তোলা চাই-ই-চাই। কিন্তু সুন্দর ভাবে ছবি তোলার জন্য চাই সঠিক কৌশল ও ফটোগ্রাফি দক্ষতা। কারণ আলোর সঠিক ব্যবহারের মাধ্যমে কোন সাধারণ দৃশ্যের ছবিও করে তোলা যায় অসাধারণ। তাই অনেকে ছবি তোলাকে আলো নিয়ে খেলা বলেও আখ্যায়িত করেন। ভ্রমণে বের হলে নতুন নতুন ছবি তোলার আইডিয়া মাথায় চলে আসে সহজেই। কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভ্রমণের ছবিগুলোকে আরো আকর্ষণীয় করে তোলা সম্ভব।  যারা ছবি তুলতে পছন্দ করেন মোবাইল ক্যামেরা  কিংবা ডি এস এল আর ক্যামেরা যেকোন ডিভাইস হোক না কেন, শেয়ার করুন আপনার ছবি আমাদের সাথে।

Saturday, February 25, 2017

শখের ছবিওয়ালা

প্রকৃতির কাছে আমি 'ছবিওয়ালা' নামে পরিচিত।

রাস্তা দিয়ে হেটে যাচ্ছি, দু'ধারের গাছপালা, গাছে বাসা বাধা পাখির দল আমাকে ডাকছে, "ছবিওয়ালা! ও ছবিওয়ালা! আমার একটা ছবি তুলে দাও না গো!"
- আমি ওদের মানা করতে পারি না। ৫ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরা দিয়ে ঘটাঘট ছবি তুলে নিই। ওরা খুশি হয়। খুশি হয়ে পাখিরা গান শোনায়। গাছেরা ডাল-পাতা বাড়িয়ে ছায়া দেয়।

কিছুক্ষন ছায়ায় বসে বিশ্রাম নিয়ে আমি চলে আসি। তখন মাথার ওপরের আকাশ, মেঘ আর সূর্য মামা আমাকে় ডেকে থামায়।
বলে, "ছবিওয়ালা, আমাদেরও যে ছবি তুলতে ইচ্ছে করছে!"
- আমি ওদেরও মানা করতে পারি না। ছবি তুলে দিই।

খুশি হয়ে সূর্য মামা তার আলো নিভিয়ে দেয়; সাদা মেঘগুলো কালো হয়ে বৃষ্টি ঝড়ায়। ঠান্ডা জল আমার গা বেয়ে নামে। আমার অবশিষ্ট ক্লান্তি মাটির সাথে মিশে যায়।
মেঘের কোল খালি হয়ে গেলে বৃষ্টি থেমে যায়। আমি চলে আসি।
আবার হাটা ধরি।
মাঝে মাঝে থেমে কান পাতি। কেউ ডাকছে নাকি শোনার জন্য। কেউ ডাকে না আমাকে। আমি সামনে এগুই।
বাঁকা পথ আমাকে নাচায়। নাচতে নাচতে আমি সামনে এগুই।
তারপর থমকে দাড়াই।
মলিন শাড়ি পড়া, হাত ভর্তি লাল চুড়ি পড়া ওই গ্রাম্য বালিকা আমাকে ডাকছে। ..

আমি এগিয়ে যাই তার দিকে। আমার পথ চলা শেষ হয়েছে। আমি তার কাছে পৌছে গেছি।

ছবিওয়ালা তার গন্তব্যে পৌছে গেছে।
MK

Monday, February 13, 2017

১৪ই ফেব্রুয়ারী

আসছে ১৪ই ফেব্রুয়ারী বেহায়া দিবস!
.
✒এই দিন,কিছু মেয়ে ধর্ষিত হবে!
✒কিছু মেয়ে লাঞ্চিত হবে!
✒কিছু মেয়ে তালাক প্রাপ্ত হবে!
✒কিছু মেয়ে ইজ্জত হারাবে!
✒কিছু মেয়ে সতিত্ত্ব হারাবে!
✒কিছু মেয়ে বেশ্যা হবে!
✒কিছু মেয়ে অবৈধ গর্ভপাত করবে!
✒কিছু মেয়ে মা বাবার স্বপ্ন ভেঙ্গে দুই মিনিটের সুখের জন্য কারো লালসার শিকার হবে!
.
এক কথায় মুসলিম যুব সমাজকে ধ্বংস করার অতীব ষড়যন্ত্রের বর্তমান রূপ হচ্ছে এই বিশ্ব ভালবাসা বা বিশ্ব বেহায়া দিবস।আল্লাহ্ পাক আমাদের সবাইকে ১৪ই ফেব্রুয়ারী বেহায়া দিবস থেকে হেফাজত করুন,আমিন।।
শেয়ার করে সবাইকে সচেতন করুন।

কিছু স্বপ্ন

চলতি পথে কিছু স্বপ্ন কুঁড়িয়ে
পেয়েছিলাম। অনেক মানুষকে
জিজ্ঞাসা করেছিলাম স্বপ্ন নিবে?? কিন্তু যে যার নিজের স্বপ্ন নিয়ে ব্যাস্ত আমার স্বপ্ন গুলো কেউ নিল না।

হেঁটে হেঁটে একসময় সাগর পারে
গিয়ে বসলাম। একটা গাংচিল উড়ে
এসে আমার পাসে বসল। আমি
ওকে জিজ্ঞাসা করলাম তুমি নিবে আমার কুঁড়িয়ে পাওয়া স্বপ্নগুলো?

ও আমাকে বলে হ্যা আমি নিব!
কিন্তু আমি বেশিক্ষণ তোমার পাশে থাকতে পারব না, আমি বললাম
ঠিক আছে। একসময় গাংচিল
আমার কুঁড়িয়ে পাওয়া স্বপ্ন গুলো নিয়ে উড়াল দিল আর আমি
চেয়ে চেয়ে দেখলাম.........

" কিছুক্ষণ বাদে একটা মিষ্টি
হাসি দিলাম এটাই হওয়ার ছিল...!!!
(Srabony Rahman)

তোমার সুখের দিনগুলোয়. srabony rahman


---তোমার সুখের দিনগুলোয়
আমি থাকবো না তোমার পাশে।

সুখের ভাগ অনেকই নিবে
আজ তোমার কাছ থেকে।

যদি কখনো তোমার সুখের আকাশে
কষ্টের কাল মেঘ জমে সেদিন
আসব আমি একফাঁলি রোদ নিয়ে।

আজ তোমার চলার পথে অনেক সাথি
যদি কখনো দেখ কেউ নেই তোমার
চলার সাথি,সেদিন আসব আমি
তোমাকে পথ চিনিয়ে দিতে।।

যদি কখনো তোমার রঙিন স্বপ্নগুলো
ফ্যাঁকাসে হয়ে ওঠে। সেদিন আসব আমি তোমার স্বপ্নগুলি রাঙিয়ে দিতে।

অন্ধকার ঘরে যদি কখনো তোমার ভীষণ
ভয়করে,আসব আমি একটা ছোট প্রদিপ
হাতে করে।

তবুও আসব না আমি তোমার
সুখের কোন ভাগ নিতে....!!!

_______

বসন্তের শুভেচ্ছা

আজ সোমবার
১৩ ফেব্রুয়ারি ২০১৭ খ্রীষ্টাব্দ
১৫ জমাদিউল আউয়াল ১৪৩৮ হিজরী
০১ ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ
এখন বসন্তকাল

আজকের সূর্যোদয় ৬:৩৩ ও সূর্যাস্ত ৫:৫১ মিনিটে

আজ পহেলা ফাল্গুন, শুরু হলো ঋতু রাজ বসন্ত
সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা

সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
আনন্দময় হোক আপনার সারাদিন
MK

তাজমহল

তাজমহল (হিন্দি: ताज महल, উর্দু: تاج محل) ভারতের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন

কাঁচামরিচ


model sara