Monday, February 13, 2017

তোমার সুখের দিনগুলোয়. srabony rahman


---তোমার সুখের দিনগুলোয়
আমি থাকবো না তোমার পাশে।

সুখের ভাগ অনেকই নিবে
আজ তোমার কাছ থেকে।

যদি কখনো তোমার সুখের আকাশে
কষ্টের কাল মেঘ জমে সেদিন
আসব আমি একফাঁলি রোদ নিয়ে।

আজ তোমার চলার পথে অনেক সাথি
যদি কখনো দেখ কেউ নেই তোমার
চলার সাথি,সেদিন আসব আমি
তোমাকে পথ চিনিয়ে দিতে।।

যদি কখনো তোমার রঙিন স্বপ্নগুলো
ফ্যাঁকাসে হয়ে ওঠে। সেদিন আসব আমি তোমার স্বপ্নগুলি রাঙিয়ে দিতে।

অন্ধকার ঘরে যদি কখনো তোমার ভীষণ
ভয়করে,আসব আমি একটা ছোট প্রদিপ
হাতে করে।

তবুও আসব না আমি তোমার
সুখের কোন ভাগ নিতে....!!!

_______

No comments:

Post a Comment