চলতি পথে কিছু স্বপ্ন কুঁড়িয়ে
পেয়েছিলাম। অনেক মানুষকে
জিজ্ঞাসা করেছিলাম স্বপ্ন নিবে?? কিন্তু যে যার নিজের স্বপ্ন নিয়ে ব্যাস্ত আমার স্বপ্ন গুলো কেউ নিল না।
হেঁটে হেঁটে একসময় সাগর পারে
গিয়ে বসলাম। একটা গাংচিল উড়ে
এসে আমার পাসে বসল। আমি
ওকে জিজ্ঞাসা করলাম তুমি নিবে আমার কুঁড়িয়ে পাওয়া স্বপ্নগুলো?
ও আমাকে বলে হ্যা আমি নিব!
কিন্তু আমি বেশিক্ষণ তোমার পাশে থাকতে পারব না, আমি বললাম
ঠিক আছে। একসময় গাংচিল
আমার কুঁড়িয়ে পাওয়া স্বপ্ন গুলো নিয়ে উড়াল দিল আর আমি
চেয়ে চেয়ে দেখলাম.........
" কিছুক্ষণ বাদে একটা মিষ্টি
হাসি দিলাম এটাই হওয়ার ছিল...!!!
(Srabony Rahman)
No comments:
Post a Comment